জওহর নবোদয় বিদ্যালয়ের ষষ্ট শ্রেণী নির্বাচন পরীক্ষার বিবরণী
1986 সালে জাতীয় শিক্ষানীতি অনুসারে কেন্দ্রীয় সরকার জওহর নবোদয় বিদ্যালয় স্থাপন করে। দেশের 27টি রাজ্যে ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে জওহর নবোদয় বিদ্যাল্য চালু আছে। এইসব বিদ্যালয় সহ-শিক্ষামূলক ও আবাসিক। নবোদয় বিদ্যালয় সমিতি নামক স্বয়ংশাসিত সংস্থার মাধ্যমে কেন্দ্রীয় সরকার এই বিদ্যালয় গুলির ব্যয় ভার বহন করে। জওহর নবোদয় বিদ্যালয়ের নির্বাচন (JNVST) পরীক্ষার পর সফল ছাত্র-ছাত্রীদের ষষ্ট শ্রেণীতে ভর্তি করা হয়। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা এবং তারপর থেকে গণিত ও বিঞ্জান ইংরাজী ভাষায় পড়ানো হবে এবং সমাজ বিঞ্জান বিষয় গুলি হিন্দি ভাষায় পড়ানো হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদের (CBSE) অধীনে। যদিও নবোদয় বিদ্যালয়ে থাকা , খাওয়া , ইউনিফর্ম সহ বিনামূল্যে শিক্ষাদান করা হয়। শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রদের জন্য মাসে নুন্যতম 600 টাকা ফি ধার্য করা হয়েছে। অবশ্য ছাত্রীরা এবং তফশীলি জাতি/উপজাতি/প্রতিবন্ধী এবং দারিদ্য সীমার নীচে থাকা ছাত্র দের কোনো ফি দিতে হয় না। যে সকল শিক্ষার্থীর অভিভাবক সরকারী চাকরী করেন এবং সন্তানের পঠান পাঠনের ভাতা পান (C.E.A.) তাদের ক্ষেত্রে মাসিক ফি ধার্য করা হয়েছে সর্বচ্চ 1500 টাকা অথবা তার থেকে যে কম ভাতা তিনি পান তা দিতে হবে। কিন্তু কোন ক্ষেত্রেই তা 600 টাকার নিচে হবে না।
0 Comments